জীবন যে তোর সাথেই বাঁধা
- ফয়েজ উল্লাহ রবি
ও যদি তোর মনের ঘরে - ভালোবাসা উঁকি মারে
চলে আসিস্ আমার তরে - আমিই; ভালোবাসিস্ যারে ।
যদি রে তোর মনে জাগে - দেখতে আসিস্ আমায় ছাদে
বুঝবি তখন মন কি মাগে - হাতে ধরে নেবো চাঁদে ।
ও যদি তোর মনে কভু - সন্দেহেরী দানা বাঁধে
থাকবো পাশে তোর-ই তবু - ভালোবেসে তুলে কাঁধে ।
যদি রে তোর মনে লাগে - আমি নই সেই তোরি আপন
বলে দিস্ তুই সবার আগে - চলে যাবো করছি যে পণ।
যদি রে তোর মনটা বলে - বাঁধবি কি ঘর আমার সাথে
যেমন আসিস্ তেমন চলে - থাকবো সাথে দিনে-রাতে ।
মঙ্গলবার
০৮ শ্রাবণ ১৪২৬, ২৩ জুলাই ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।