মোরা পথশিশু
- ডাঃমোঃ ইয়াছিন আরাফাত ২০-০৫-২০২৪

ক্ষুধা মোদের নিত্য সঙ্গী
অনিদ্রা খেলার সাথী,
যন্ত্রণা মোদের আপনজন
চাদের আলো ঘরের বাতি।

পথে ঘাটে থাকি মোরা
মনে নেই কোন কষ্ট,
অযথা সমাজ আমাদের
ভাবে অনেক নষ্ট।

কিনবে এবার আগের মতই
ঈদে নতুন কাপড়-চোপর,
কি পড়বো আমরা
তোমরা রাখনা তার খবর।

গা গরম হলেই তোমাদের
আসে বড় বড় ডাক্তার,
অথচ মোদের থাকেনা কখনো
প্রয়োজন মত খাবার।

বৃষ্টির মত কাঁদতে শিখেছি
আগুনের মত জ্বলতে,
পারিনা শুধু সমাজে মোরা
মাথা উঁচু করে বাঁচতে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।