চিরক্রন্দন
- আশরাফুন নাহার

অধীর রুধির ধারা
হৃদয়ে বহমান,
শ্রবনে ক্রন্দন স্বর
না হল অবসান।
লোচনে রোদন বেদন
তোমাতে প্রণিধান,
গহনে সদনে দহন
অয়নে অনল ধাবমান।
দ্যুলোকে পুলক লতা
ভুলোকে সন্ধিহান,
কোমল কমল হেতা
তিমির আহবান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-০৮-২০১৪ ০৩:৫৯ মিঃ

বাহ্ ! অসাধারণ..........