জীবনের রঙ
- অরুণ কারফা
অনেক ঘটনাই ঘটে যা কিনা
স্পর্শ করে যায় মনোবীণা
থাকলেও তাতে বেদনার সুর
তবুও শুনতে লাগে মধুর।
আসলে আমরা এমনই প্রাণী
দুঃখ কষ্ট বিষাদ ও গ্লানি
ভুলেই কাটিয়ে এই জীবন
সুন্দর করতে চাই এ ভূবন।
ধরা যদি হত শুধুই সুন্দর
সদা আনন্দে ভরা প্রান্তর
তাহলে তা হত বৈচিত্র্যহীন
এক সাদা কালোর মিশ্রণ, নয় রঙ্গিন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।