অন্য কোরাস
- শাকিল আহমেদ জয়
তখন সে মাঠ ভেজা ছিল
শিশিরঝরা উষ্ণ জলে,
তখন কৃষ্ণচূড়ার পাতা
ঝরেছিল, স্তব্ধতায়
মগ্ন ছিলাম দারুণ
কোলাহলে।
তখন সে এসেছিল,
মনে মনে মন রাঙাতে
কিছু কথা বলেছিল।
তখন তেপান্তরের ব্যাপ্ত
মাঠে__
আঁধার ঘেরা কোরাস ছিল
আচ্ছাদিত রাতের মতো,
দ্বন্ধহীন অন্ধপেঁচার মতো।
আজ সে ঘোর কেটে গেছে
যেন ব্যথার অনলফুল
ফুঁটেছে,
শোকে ভরা তপ্তরৌদে
আজ সে মাঠ শুকিয়েছে॥
৯ শ্রাবণ, ১৪২৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।