বিষন্ন জড়ানো বর্ষা
- অরুণ কারফা
বর্ষা এল কোথায় করব
দুহাত তুলে আনন্দ
তা নয়কো মনের ভিতর
উঠছে উথলে দ্বন্দ্ব।
অপূর্ণ যত ইচ্ছার কথা
মনে পড়ে বারবার
আবার ভাবি কি হবে ভেবে
কি মূল্য আছে তার।
মাঠের পর মাঠ ডুবেছে
জল করে থৈ থৈ
এমন দিনে একলা বসে
প্রিয়ার অপেক্ষায় রই।
এতদিন সে না থাকলেও তো
ছিলেম বেশ ছেড়ে
অঝোর ধারা নামতেই ঢেলে
চিন্তা এল তেড়ে।
বর্ষা এলেই মনটা বরাবর
হয়ে যায় খানিক ভারী
মিলনবেলায় ভাব করতে হবে
ভাঙতে হবে আড়ি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।