প্রেম জাগিলে মনে
- ফয়েজ উল্লাহ রবি
প্রেম জাগিলে মনের মাঝে শীতও লাগে গরম
পাগল হয়ে ঘুরে বেড়ায় ভুলে লজ্জা শরম ।
প্রেমের ছোঁয়ায় যায় গলে যায় কঠিন-কঠোর পাথর
মরুর বুকে প্রেমের বানে জমাট বাঁধে জলধর ।
শব্দের বেড়া জালে বাঁধা থাকে আমার এই মন
খুঁজে-ফিরি ভালোবাসা অপর কে করে আপন ।
অনুভূতির মেঘ গুলো আজ এক হয়েছে আকাশে
মনের কথা বলবো বলে এসেছি তোমার কাছে ।
যার মনে যার লাগে ভালো দেখে না তার রং কালো
মনের মাঝেই বসত করে জ্বালে সে বুকে আলো ।
২৫ জুলাই ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।