বিশ্বাস
- ফয়েজ উল্লাহ রবি

বিশ্বাসে মিলে সবই অবিশ্বাসে নিঃস্ব
টিকে আছে এই ভরসায় আজো বিশ্ব ।

এক জীবনে এক মরণে হিসেব সবই শেষ
স্বপ্ন নিয়ে বেঁচে থেকে ভালোবাসা অশেষ ।

যে'জন ডুবে প্রেমের জলে সাঁতার জানা লাগে না
শতো আঘাত হাজার ব্যাঘাত থাকে পাশে বাগে না ।

প্রেমিক মনে স্বপ্ন কতো সাজাবে ঘর স্বর্গের মতো
শূন্যে ভাসে পাগল বেশে ক্ষমতা সব প্রেমের যতো ।

আকুল করে মনের চাওয়া প্রেমিক কাছে পাওয়া
যায় ভুলে যায় প্রেমিক যুগল খানা-পিনা নাওয়া ।

চারপাশে তার হচ্ছেটা কি খেয়াল রাখে না
পড়বে প্রেমে ভুলে সবই মনে থাকে না ।

২৫ জুলাই ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।