আমায় গান শোনাবে বলে
- অরুণ কারফা

আমায় গান শোনাবে বলে
শেষ রাত্রে তুমি এসেছিলে
ভীমপলশ্রী রাগে উষা যখন জাগে
দেশের কাজ ডাকছে বলে
তড়িৎ বেগে ত্বরায় গেলে।

পতিত স্বরলিপির পাতাগুলো
তখনো স্বদেশী গান গাইছিল
বিমোহিত নব সূর্য, ধরে কিছুক্ষণ ধৈর্য
রণতূর্য এমনি জোরে বাজালো
জনসাধারণ উদ্বেলিত হল।

মৌমাছি কাননে এমনও দিনে
ভাবে বৃথা বসে আছি কি কারণে
বাগ গুলোয় খরা ভরিয়েছিল যারা
মরণ কামর দিয়েই তাদের
স্বাধীনতা আনা যাক স্বদেশের।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।