প্রথম দেখা
- ফয়েজ উল্লাহ রবি
প্রথম দেখা প্রথম প্রেমে প্রথম পরিনয়
শেষ দেখা বলে কিছুই নয়!
সেই থেকেই এইতো আসল পরিচয় ।
প্রথম দেখায় লাগলো ভালো মনে প্রেমের আলো
সুখের বাতাস বইছে আমার দূর হয়েছে কালো ।
যাকে নিয়ে জীবন শুরু যাকে দিয়ে জীবন পুরো
যার হাতে হাত রেখে চলা তাকেই মানি গুরু ।।
তোমার জন্য আকাশ হতে নিলাম তারার হাট
খোঁপায় বেঁধে জ্যোৎস্নার আলো; হলাম কুপকাত ।
জয়-পরাজয় অংশ জীবন কাছে থাকাই মুখ্য
দোলা লাগে হৃদয় মাঝে প্রেমের কথায় সূক্ষ্ণ ।
২৭ জুলাই ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।