প্রেমের জোরে
- ফয়েজ উল্লাহ রবি
প্রেমিক দিনকে বলে রাত আর রাতকে বলে দিন
বিয়োগ জীবন তবুও হাসে যতোই বাড়ুক ঋণ ।
ভাবে না সে জয়-পরাজয় চলুক জীবন পথে
একই সুরে সাজুক সবই প্রেমের মধুর রথে ।
দিনের শেষে মিষ্টি হেসে থাকুক ভালোবেসে
মান-অভিমান ভুলে গিয়ে মিশুক অবশেষে ।
শেষ ভালো যার সব ভালো তার, বলে পাড়ার লোকে
এমন তবে হয়না সবই কভু থাকে শোকে ।
শেষ থেকে দিন শুরু জীবন বদলে নিতে পথ
আসল কথা থাকুক সঠিক লোকের নানা মত !
২৯ জুলাই ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।