বিচিত্র
- ফয়েজ উল্লাহ রবি
ঐ দেয়ালের ওপাশে কি তুমি থাকো একা
রোজ যদি যাই দেয়াল ঘেঁসে হবে কি দেখা।
চাকা ছাড়া চলেনা গাড়ী ভালোবাসা ছাড়া হয় না বাড়ী
থেমে যে যায় মনের গাড়ী; হাহাকার আর শূর্নতা ভারী ।
মনের মাঝে আসে যাহা আঁকি তাহার চিত্র
অবুঝ এ মন বুঝ মানে না; সে যে এক বিচিত্র !
২৯ জুলাই ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।