ভালোবাসায় ভাঙন
- ফয়েজ উল্লাহ রবি

ভালোবাসার শক্তি বলে জয় করে নেয় বিশ্ব
অবিশ্বাসে ভাঙ্গন ধরে সেই প্রেম করে নিঃস্ব ।

যার কিছু নেই শূন্য জীবন প্রেমের ছোঁয়ায় পূর্ণতা
জয় করে নেয় বিশ্ব ভুবন দূর করে সব শূন্যতা ।
খালি হাতে এলেম ভবে খালি হাতেই যাওয়া
মাঝখানে প্রেম সাজাই জীবন সুখের দেখা পাওয়া ।
জীবনের কথা বলে এই; কাঁড়লে আমার মন
শূন্য এখন একা আমি হারাইলাম সব আপন ।

ধরা যায় না ছোঁয়া যায় না করতে অনুভব
দেখা যায় না চোখের সামনে প্রেমে সঠিক সব ।
খুঁজে দেখো পাবে খোঁজে মনের মানুষ যিনি
তোমার পাশের বসত তাহার অপেক্ষাতে তিনি ।
দু'টি মনের মিল ঘটিলেই সাজে সুখের সংসার
অমিলেই আজ ভাঙ্গছে যে ঘর অবিশ্বাসের এই ভার ।

২৯ জুলাই ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।