গোপন কথা
- ফয়েজ উল্লাহ রবি

মনের গোপন কথা গুলো করতে যে হয় প্রকাশ
ফুলে-ফলে সাজে তখন মিষ্টি প্রেমের আকাশ ।
প্রেম জীবনের অংশ একটি যেমন বেঁচে থাকা
জীবন তো নয় জীবন এটা যেখানে প্রেম ফাঁকা ।

তোমার চোখে পড়লো নজর হয়ে গেলাম ঘায়েল
মুগ্ধ থাকি হেঁটে যাওয়ায় পায়ে দিয়ে পায়েল ।
তোমার মিষ্টি হাসি দৃষ্টি কাঁড়ে করে পাগল
যখন পাইনা আর তোমার দেখা আঁখি টলমল ।

যখন পাশে প্রেমের মানুষ বুঝে না সে মর্ম
বেকার যখন কর্মজীবি তখন বুঝে কর্ম ।
শূন্যতাটা রয় না খালি পূর্ণতা সে পায়
শতো বাধায় তবু মানুষ প্রেমের কাছেই যায়।

প্রেমের মানুষ দূরে গেলে কাঁদে যে মন নীরবে
বুকটা তাহার হয় যে বড় ফিরলে প্রেমিক গৌরবে ।

৩০ জুলাই ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।