হারানোর ভয়
- ফয়েজ উল্লাহ রবি
যার সব হারালো ভয় কি তার আর কিছু হারাবার
নিঃস্ব যিনি বিশ্ব তিনি জিতে যায় বারেবার ... ।
তার কথাতে রাগো তুমি তার কথাতেই হাসো
মান-অভিমান ভেঙ্গে তুমি তাকেই ভালোবাসো ।
প্রেমের হাওয়ায় দোলা লাগে ছন্দ উঠে মনে
জীবন সাজে সুরের বাজে মিলন আপনজনে ।
মনের ঘরে নিত্য বাজে মিষ্টি প্রেমের ধ্বনি
যুগল মানুষ মিলন হলো ভালোবাসার খনি ।
হাতে রেখে হাতটি তোমার কাটুক জীবন সুখে
ভালো থেকো ভালো রেখো কষ্ট হাজার শোকে ।
৩০ জুলাই ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।