প্রেমের দেখায় !
- ফয়েজ উল্লাহ রবি
সুপ্ত মনের গুপ্ত কথা রয়না গোপন জনে
প্রেমের দেখায় পায় যে প্রকাশ গোপন মনে-মনে ।
চোখের ভাষা মুখে ভাসা দেখেনা লোক লজ্জা
কল্পনাতেই আঁকে ছবি যেনো ফুলের সজ্জা ।
প্রেমের যাদু লাগে মধু মানেনা লোক বাধা
তার মাঝে ডুব দিয়েই ভাবে উনিই জীবন রাধা ।
এক জীবনে আর কি আছে পেলে সুখের দেখা
সাজায় মানুষ স্বপ্ন বাসর বদলে জীবন রেখা ।
করতে লড়াই পায় যে সাহস ক্ষুদ্র মনের মানুষ
জয় করে নেয় বিশ্ব ভুবন দিয়ে সবায় হুঁশ ।
৩০ জুলাই ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।