প্রেমের টানে
- ফয়েজ উল্লাহ রবি

প্রেমের টানে যুদ্ধ করে সৃষ্টি অনেক রাজ্য
সেই প্রেমেরই কারণ আবার ধ্বংস শহর ত্যাজ্য ।
প্রেম যদি হয় স্বর্গেরই ধন ভবের সেরা সৃষ্টি
চোখে-চোখে চেয়েই ডুবে ফেরেনা যে দৃষ্টি ।

প্রেমের টানে তুচ্ছ জীবন লড়াই করে বাঁচা
সেই প্রেমেরই কারণ আবার মিছে মোহে নাচা ।
প্রেম যদি হয় মিষ্টি মধুর সুখের নামের বাসা
ডুবে তারই মনের মাঝে শুধুই ভালোবাসা ।।

তুমি আছো তাই এই গান গাই নিজকে খুঁজে বেড়াই
সকাল-দুপুর সন্ধ্যা-রাতে তোমাতেই যে হারাই ।
ডাকলে তুমি ছুটে আসি পাবে আমায় পাশে
ডুবে থাকি প্রেমের জলে তোমায় ভালোবেসে ।।

৩১ জুলাই ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।