প্রেমের মানুষ
- ফয়েজ উল্লাহ রবি
নানা রঙের প্রেমের মানুষ নানা ঢঙের দেহ
সত্য-মিথ্যে জোয়ার থামায় ভুলে যায় কেহ !
যারে তুমি ভালোবাসো মন-প্রাণ উজাড় করে
তার সাথে ঘর না বেঁধে মন জীবন দুঃখের পরে ।
যার মনে যার মায়া লাগে তার মনে তার মন
হাজার বাধা দূরে করে সে করে যে আপন ।
লাগলে ভালো মনের পরে মন দিতে তার মনে
দেখা পেতে তার সাথে মন জিজ্ঞায় জনে-জনে ।।
যার মনে মন বেঁধে আমি কাটছে জীবন সুখে
তাঁর মনে কি সুখের রেখা নাকি থাকে দুখে ।
হাসি মুখে কথা বলে আড়ালে চোখ মুছে
কেমন আছি সুখে কিনা বারে-বারে পৌছে ।
৩১ জুলাই ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।