স্মৃতি...
- ফয়েজ উল্লাহ রবি

মনের মাঝে ভাবনা আসে কতো-শত নানা রঙ্গের,
প্রেম যমুনায় ভাসে যে জন সুখ থাকলে কেউ সঙ্গের।

সুন্দরেরে ভাসি ভালো যদিও তার রং কালো
সেইই জ্বালবে আলো যতোই আবেগ ঢালো।

স্মৃতি কভু হাসায় কভু কাঁদায়, কভু ভালবাসায় ভাসায়।

ভালো লাগায় জন্ম নেয় ভালবাসা
সত্য-মিথ্যে মিলেই জীবন-
দেখা-শোনা, চেনা-জানা কাছে আসা।।

নির্মলা সে মনে কথা যান না শোনে কোনো
ভুলে থাকে দূরে-দূরে অপরিচিত যেনো ।
তারে আমি কাছে টানি সে যায় যে দূরে সরে
আশায় থাকি ভরসা রাখি একদিন আসবে ফিরে।

২৭/০৯/২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।