দুঃখ দিও
- ফয়েজ উল্লাহ রবি

যদিও বলি পাঠিয়ে দিও দুঃখ আছে যতো,
পাঠাবে এই ঠিকানায় দুঃখ আর কতো।
কতো কথা বলে থাকি সব কথা কি মানি,
মানার আছে যা আমার তা কিন্তু জানি।
জানার ছিল অনেক কিছু সত্য সব, নয় মিছু ,
মিথ্যে বলে মন কাঁড়ে নেয় আঁধার পিছু।
পিছু ফিরে দেখতে গিয়ে নিজেকে পাই ফিরে,
ফেরার তাগিদ মনে-মনে মন যায় নিজ নীড়ে।

০৯ অক্টোবর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।