ব্যথার মানুষ
- ফয়েজ উল্লাহ রবি
ব্যথার মানুষ কাঁদে সদা সুখের খুঁজে ফিরে,
সোনার হরিণ সুখ যে আমার দুঃখই থাকে ঘিরে।
সুখের মানুষ দূরেই থাকে দুঃখ না পায় তারে,
রূপ-গহনা 'দুঃখ' সাজে সয়না মনে যারে।
যার আছে তার চাই যে আরো অল্পতে নয় খুশি,
'মিকি হাসি হাসে' যে জন - দুঃখ পায় সে বেশি।
বেশি পাওয়ার ইচ্ছে মনে সেইজন হারায় যে সব,
'দেখেন তিনি অতি ক্ষতি' ঠিক বিচার করেন 'রব'।
১০ অক্টোবর ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।