শুধুই ভালোবাসে
- ফয়েজ উল্লাহ রবি

আশ্চর্য হয়ে দেখলে শুধু চোখের পানে চেয়ে
চোখের ভাষার বুঝে তুমি উঠলে তখন গেয়ে।
কী বলে চোখ গোপন কথা মনে ছিলো জমা
ভুল প্রেমেতে জড়িয়ে পরে পাবে নাকো ক্ষমা।
গোপন বুঝলে পরে প্রেমে আসে মধুর সুর
খাঁটি প্রেমের হয় না মরণ ছড়ায় আলোর নুর।

চোখের তৃপ্তি দেখে সুন্দর মনের তৃপ্তি অনুভবে,
শরীর তৃপ্তির শান্তি খুঁজে কবি তৃপ্ত কাব্য ভাবে।

জাগে মনে প্রেম সব কালেই কিশোর-বৃদ্ধ বয়সে,
বুঝ মানে না অবুঝ এ মন তবু শুধুই ভালোবাসে।

০৬ নভেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।