মনের খুঁজে মন
- ফয়েজ উল্লাহ রবি

মন যে খুঁজে মনেরই সুখ চোখ খুঁজে তার ঘুম,
মুখ খুঁজে তার মনের ভাষা লাগে সুখের ধুম।
রমণীয় দেখার এই চোখ; চোখে নজর বলে,
মনের কথা শুনলেই তবে সঠিক পথে চলে।
মন যদি কয় ইহা সুন্দর বিবেক কভু ভুল,
ঘ্রাণ দেয়া সব হয়না তো আর মিষ্টি মধুর ফুল।
দেখার ইচ্ছেই দেখে সবই কোনটা সাদা-কালো,
মন্দ যতোই হউক না বড় পালায় আসলে আলো।

০৬ নভেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।