ভালোবাসার শিরোনাম
- ফয়েজ উল্লাহ রবি

'শিরোনামই' জীবনের কথা বলে
তার জীবন পাঠে মুগ্ধতায় চলে ।
'এর নামই তো জীবন
এই নিয়েই তো জীবন'
মনে রাখে মানুষজন দলে-দলে।

ভালোবেসে কেউ হয় না কোন দিন শূন্য
আসলে ভালোবাসাই করে জীবন পূর্ণ ।
একে অপরের দেয় সঙ্গ
এভাবেই বেলা হয় সাঙ্গ,
ভালোবাসাহীন জীবনই থাকে অপূর্ণ ।

মনে লাগে যখন দুঃখের দোলা
বিরহ করে জীবন জুড়ে খেলা ।
সুখ-দুঃখের নাম জীবন
শুধু সুখের নাম মরণ,
এই নিয়ে বসেছে জীবন মেলা।

প্রেম জাগে রোজ আমার মনে
হয় না দেখা বন্ধুরও সনে ।
দূরে থেকে সুর তুলে
গানের কথাই ভুলে,
বন্ধুয়ারেই খুঁজি জনে-জনে।

অনন্য অনুপম মুগ্ধ করে অন্তর
কাছের মানুষ দূরে গিয়ে হয় পর ।
আমি সাজাই সুখের ঘর
উনি ভাঙ্গে থাকে শূন্য খর,
ভালোবাসার অনুপাত নয় তো গড় ।

০৭ নভেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।