কাঁদায় হাসায়
- ফয়েজ উল্লাহ রবি

গুরু তোমার হাতে ধরি পায়ে ধরি পথ দেখাও মোরে ঠিক,
তোমার পথে যেন আমি চলতে পারি সঠিক করে দাও দিক ।

বিরহের আগুনে পুঁড়ে হয় প্রেম খাঁটি
বিনা মেঘে ফলেনা ফলন জমিন শুধু মাটি ।
পূর্ণ জীবন হয়নি কভু দুঃখ বীনা
কান্না ছাড়া হয়না চোখ জল পিনা।

স্মৃতি! স্মৃতি সেতো কাঁদায় হাসায়
কভু ডুবায় ভালোবাসায়,
সুখ-দুঃখ, কান্না হাসি মিলে-মিশে
চোখের জলে ভাসায়।

অতিথি হয়ে এসেছ আমার ঘরে রয়ে গেলে আপন হয়ে,
তোমাতে আমি আর আমাতে তুমি যাচ্ছে সুখে-দুঃখে সয়ে।

১৯ নভেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।