প্রেমের জন্য বাজি
- ফয়েজ উল্লাহ রবি

যে জীবনে লিখছিলাম এই কাব্য খানি
তখন সেই জীবনে প্রেম ছিলোনা জানি ।
জানিনা কার দুখেতে কলম হয়ে ভরলো আঁখি
তখনো প্রেম আসেনি আসার ছিলো অনেক বাকী।
আজ আছি খুব সুখে খুশিতে কাটে দিন
আগের লেখায় পোস্টে শোধ করছি ঋণ।

থাকে আগুন-পানি পাশা-পাশি
সুখ-দুঃখ যেমন কাছা-কাছি ।
সন্ধ্য-রাত সকাল-বিকাল
অতীত আজ আগামীকাল,
জীবন ভর - প্রেম কানামাছি।

ধরলে অসুখ ছাড়ে না তো থাকে অঙ্গ জুড়ে
শত দুঃখ কাঁদে না সেই থাকে প্রেমে ঘিরে।
ও সে প্রেমের জন্য ধরে বাজি
এই পৃথিবী ছাড়তে রাজী,
প্রেমের সুখে থাকতে চায় ছোট্ট নীড়ে ।

০৪ ডিসেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।