দেখা-অদেখা
- ফয়েজ উল্লাহ রবি
কখনো অভিমানেই বাড়ে মান
কখনো আবার ফের অপমান
এই মান অভিমানে
সুখ-দুঃখ লাগে প্রাণে
তাতেই জমা ভালোবাসা সম্মান ।
সুন্দরই তো মন কেঁড়ে নেয়
অসুন্দর মুখ ফিরিয়ে দেয় ।
দেখা-চেনা জীবন
অদেখায় মরণ,
না জেনে কিছু বলায় হেয় ।
ভালো লাগায় ভালোবাসা
স্বপ্ন জাগায় বাঁচার আশা ।
কান্না-হাসি, কাছা-কাছি
ঘরে-দূরে, পাশা-পাশি,
সুখই যখন ফিরে আসা।
২২ নভেম্বর ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।