যা আমার !
- ফয়েজ উল্লাহ রবি
যা আমার তা তাতেই সুখি চাইনা তো বেশি আর
"অতিতে যে ক্ষতি মিলে" বাকী সেটা যে কার ।
অল্পতে যে হয় গো সুখি লাগেনা তার দুঃখ গায়
কষ্টেও সেই হাসে যে জন দুঃখের মাঝে সুখ সে পায় ।
প্রেমে যেমন সুখের আসর তেমনিই বিরহ
প্রেম আগুনে পুঁড়ে যখন থাকে তাতে দহন ।
যার সাথে তার প্রেমের মোহ অভিমান তার সাথে হয়,
প্রেমের খেলায় মান-অভিমান তবু প্রেম মিছে তো নয় ।
২২ নভেম্বর ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।