জেনেছি তুমি ভালো আছো
- ফয়েজ উল্লাহ রবি

সুখ-দুঃখে জীবন গড়া হাসি-কান্না সাথী,
আলোর পরে আঁধার যেমন দিনের পরে রাতি।

যে সুখে তুমি সুখি সেই সুখে আমি দুঃখি
যে সুখে তুমি হাসো সেই সুখে আমি কাঁদি।
যে প্রেমে তুমি ঘর বাঁধো সেই প্রেমে আমি রাজী
যে আগুনে তুমি পোড় সেই আগুনে ধরি বাজি।

লাগলে ব্যথা শরীর জুড়ে কাঁদে শুধু মন
মনে লাগলে ব্যথা তবুও কাঁদে কেন মন ।
মন আর শরীর এক কাতারে করে বসবাস
শরীরের মাঝেইতো অবুঝ মনের আবাস।

জেনেছি তুমি ভালো আছো ভালো ভাবেই জীবন বাঁচো
দুঃখ যতো সব বাজারে বেচে রোজ-রোজ নতুন সুখে সাজো ।
জেনেছি তুমি ভালো আছো ।

০৩ ডিসেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।