নানা রঙে ভালোবাসা-এক
- ফয়েজ উল্লাহ রবি
প্রেমেতে যতো সুখ আছে যে ততো দুঃখ,
প্রেমেতে মজলে পরে বিশাল জিনিস সূক্ষ্ণ ।
তবু আসে প্রেম জীবন হাসায়-কাঁদায়,
কভু কাছে এসে দূরে গিয়ে জলে ভাসায় ।
এবং ভুলে যায় আবার মনে জেগে উঠে
তবু যে এ মন তার কাছেই যায় ছুটে।
অহ্ প্রেম আহ্ প্রেম ডুব দিয়ে যায় সাগরে,
মুক্ত খুঁজে ক্লান্ত চোখে সাজায় নীড় কিনারে ।
প্রেম সুধা পানে জুড়ায় মন প্রাণ
ভুলে যায় শতো দুঃখ
শুধু এই মন সুখেরই গায় গান ।
কতো বাধা আঘাত আসে
ঝড়-তুফানে মন যে হাসে তারপরও মানুষ ভালোবাসে ।
মজে প্রেমে মুগ্ধ মন ভুলে আপনজন,
একজনেরে ডেকে কাছে করে প্রিয়জন ।
সমাজের চোখ রাঙিয়ে সুখের সংসার সাজায়
নানা রঙ্গে রাঙিয়ে জীবন প্রেমের সুর বাজায়।
সে প্রেমেরে দাগা দিলে সুখ মিলেনে ভাগ্য
ছন্দ লয়ে সুর না উঠলে হয়না তো তা কাব্য ।
অন্যের ঘরে বেঁধেছে মন তাই রাখেনা আর খবর,
ভালো আছে তাতেই খুশি জেনে অনেক দিন পর ।
আমি বাঁধি শূন্য বালুচরে জল ভাঙ্গে ঘর,
আপন ভাবি যারে আমি সেই ভাবে পর।
সুখে থাকুক এই কামনা দেই না অভিশাপ,
প্রেম যদি হয় বেদনা নাম তা আমারই পাপ ।
২৩ ডিসেম্বর ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।