সুখের আশায়
- ফয়েজ উল্লাহ রবি

সুখের আশায় বাঁধে যে ঘর আপন করে পর,
দুঃখ তারি জীবন সাথী পায় না সুখের বর ।
একলা সুখের নুড়ি পাথর হয়ে যাবে মাটি,
দুঃখ ছাড়া সুখের আশা স্বপ্ন যতো মাটি।
পরের তরে সুখের খুঁজে নিজে থেকে দুখে,
আত্ম শান্তি আসবে তখন রইবে তবেই সুখে ।
দুঃখ সাগর ডুব দিয়েছি ঝিনুক বুকে মুক্ত,
সুখ দিয়ে আজ দুখ কিনেছি রয়েছি তাই সুস্থ ।

২৫ জুন ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।