কি আশায় বাঁধি ঘর
- ফয়েজ উল্লাহ রবি

'মন' মানুষের কোমল অতি অল্পতে পায় দুঃখ,
ব্যথা পেয়েই কাঁদে যে মন হউক না কথা সূক্ষ্ণ !

শুধুই সুখের যদি হয় প্রেম লাগে না তা ভালো
বিরহ থাকলে পরেই জ্বলবে প্রেমের আলো !

কান্না তোমার চোখের কোণে ঠোঁটের কোণে হাসি
দুঃখ তোমার মনের ভেতর তাই তো ছুটে আসি !

দুঃখ মনে মুখে হাসি বুকের ভেতর জল
সুখের খুঁজে হন্য মানুষ জুটে ভাগ্যফল !

কি আশায় বাঁধি খেলাঘর মিছে মোহে হয়েছো পর
বেদনার এই বালুচরে ভেঙ্গেছে আমার সব এক ঝড় !

০৯ এপ্রিল ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।