দুঃখের পাহাড়
- ফয়েজ উল্লাহ রবি
সামনে যখন দুঃখের পাহাড় ভয় লাগে তব মনে
ঊষার আলোয় দূরে আঁধার সময় মাত্র ক্ষণে ...।
যদি তোর মনে লাগে ব্যথা চোখে অশ্রু ঝরে
বুকের মাঝেই প্রেমের কথা অযথায় ঘুমরে মরে।
চোখের মাঝেই জলে সাগর যায় না দেখা চোখে
এতো জলে কেমনে চলে মানুষ ব্যথার দুখে ... ।
দুঃখের মাঝেই সুখের হাসি শক্তি জোগায় প্রেমে
ভয় করেনা প্রেমিক যুগল প্রেমের জলে নেমে ।
মনের আগুন যায় না দেখা বুকের ভেতর জ্বলে
নিভে না সে আগুন নিভে শুধুই চোখের জলে ।
০১ আগস্ট ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।