প্রেমময়
- ফয়েজ উল্লাহ রবি

মন থাকিলেই মনের মানুষ নাড়বে মনের কড়া,
ধরলে মনে তারে ছাড়া থাকে মন পাগলপারা ।
লাগলে আঘাত মনের ঘরে চোখের কোণে জল
আপনজনে দুঃখ দিলে লাগে সব বিফল ।
চাওয়ার ছিলো যা কিছু সব পাওয়া হবে না
জীবন যুদ্ধে জয়-পরাজয় 'সুখের কামনা ।
'পাওয়ার নামই ভালোবাসা' এমন তো আর নয়
পেয়েও অনেক হারছে প্রেমিক জীবন শুধুই ক্ষয় ।
ভালো লাগা থেকেই প্রেমের সৃষ্টি যে হয়
চেয়ে মুখে কাটে দিবস ভরে জীবন প্রেমময় !

২৮ এপ্রিল ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।