অমর প্রেম
- ফয়েজ উল্লাহ রবি

প্রেমের সীমা যায় না বাঁধা চাই যে মুক্ত আকাশ
বিশাল বড় অনুভূতি বয়ে শ্যামল বাতাস ।
যায় না দেখা যায় না ছোঁয়া শুধুই অনুভব
সৃষ্টির মাঝে সেরা সৃজন প্রেম করেছেন রব ।
সব কিছুতেই অন্ত আছে সব কিছু ওই শেষ
শুধু মাত্র প্রেম কিন্তু এক মাত্র অশেষ ।
প্রেম মরে না বেঁচে থাকে সে যে এক অমর
শতো দুঃখে তাঁহার সাথেই বাঁধতে পারে ঘর ।

২৮ এপ্রিল ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।