তোমার সুখে
- ফয়েজ উল্লাহ রবি

যদি তোর মনে জাগে ভালোবাসার স্বাদ
চলে আসিস ছুটে সখি মানিস না বাধ ।
ইচ্ছে মতো মনের যতো শুধরে নিস ক্ষত
আসবে সুখ জীবন জুড়ে কতো শতো-শতো ।

অসার জীবন রাঙ্গে ফুলে প্রেমের হলে দেখা
এক পলকেই বদলে যাবে তোমার জীবন রেখা ।
কভু সে সুখ কভু যে দুখ এমন করেই জীবন
স্বপ্ন দেখে হাজার রঙের সুখের সাজে এই মন ।

মন ছোঁয়েছে মনের ব্যথা প্রাণ ছোঁয়েছে প্রাণ
ভালোবাসার জোয়ার-ভাঁটায় জীবন বেগবান্‌ ।
চোখের ভাষা মুখের বুলি বুকের ভালোবাসা
একজনমে হয়না পাওয়া থাকে ভাসা-ভাসা ।

তোমার দুঃখে দুঃখি আমি, তোমার সুখে সুখি
তোমার পথের কাঁটা তুলে কষ্ট গুলো রুখি ।

২৯ এপ্রিল ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।