জীবন সর্বনাশ
- ফয়েজ উল্লাহ রবি
নানা রঙে ভালোবাসা দেয় যে ধরা সুখের ছবিই মনে
শুধু দুঃখ গুলো অচেনা যে সুখ গুলো ভাগ আপন জনে ।
সুখ যেখানে দুখ সেখানে দু'য়ের এক সাথে বাস
'না পেয়ে দুঃখ চাইলে সুখ' পরে জীবন সর্বনাশ ।
প্রেমে যেমন সুখ আছে গো তেমন আছে দুঃখ
হাসি যতো বেশি তার চে কান্না অনেক সূক্ষ্ণ ।
৩০ এপ্রিল ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।