নানা রঙে ভালোবাসা-তিন
- ফয়েজ উল্লাহ রবি

মন যদি তোর মনে লাগে সেই যে সঠিক মানুষ
ঘুরে বেড়া পালিয়ে বেড়া থাকুক না কো হুঁশ ।

যদিরে তুই ভুল মানুষে ডুবে থাকিস জীবন
কান্না ছাড়া মিলে না যে জলদী আসে মরণ ।

ও যদি তোর জীবন মাঝে সঠিক সঙ্গী মিলে
সাজবে স্বর্গ ভুবন মাঝে দুইটি জীবন মিলে ।

প্রেমে পরে হাজার গড়ে পথ হারালো লোক
ভুল মানুষে ভালোবেসে সারা জীবন শোক ।

কাছে আসার বাহানাতে ডাকি তোমায় বারে-বার
দূরে সরে ইচ্ছে করেই দাওনা যে দেখা আর ।

০১ আগস্ট ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।