নানা রঙে ভালোবাসা-চার
- ফয়েজ উল্লাহ রবি
প্রেমের ব্যথা নয় তো ব্যথা; ব্যথা ধোঁকা মনে
গুমরে মরে বুকের ভেতর দিলে আপন জনে ।
ব্যথা যার মনের মাঝে বসত গেড়ে আছে
দুঃখ বুকে হাসি মুখে থাকে যে সে বেঁচে ।
ব্যথার মালা গলে পড়ে মুখে তবু হাসি
এতো কষ্টের জীবন সখি তাইতো কাছে আসি ।
রাত কেটে দিন দিনের পরে আবার আসে রাত
বদলে জীবন নতুন করে থেকো আমার সাথ ।
কাছে এসে মিষ্টি হেসে হাতে দিলে হাত
হাজার তারায় খুঁজে বেড়াই কেটে যায় রাত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।