আমার মেয়ে শিশু
- শামছুজ্জামান রাজু - শামছুজ্জামান রাজু

আমার মেয়ে
নাম তার জান্নাতুল মাওয়া
আমি শুধু তার বাবা

আমার ছোট্ট মেয়ে
বয়স দুই মাস হবে
যখন আমি তার প্রতি রাখি দৃষ্টি
এমনিতে আমার মনে বয়ে যায়
সুখের বৃষ্টি

সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন
হাজার কষ্টের মাঝে
সেই মেয়েটি আমাদের সুখের ভবন
তার ছোট ছোট ঠোটে
মিষ্টি মিষ্টি হাসি
চলে যায় সব কষ্ট আমার
তার হাসি দেখে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।