আবডালে
- সোহরাব হোসেন - নবনীতা
হারানো আকাশ ব্যথায় রাঙিয়ে—
চলে গেছো যেন কোন সুদূরে!
সূর্যের মতোই ধ্রুব হয়ে এসেও
নীরবে যেদিন চলে গেছ আবডালে,
ঘোর অমানিশায় রাত্রি নেমেছে এই পৃথিবীতে।
কিছু অপ্রাপ্তি মেনে নেওয়া ভার,
কিছু ক্ষতি থাকে অপূরণীয়!
রাত্রির সাথে পাল্লা জমায় কাতরতা—
অধরা স্মৃতিরা বনে যায় রাতজাগা তারা,
নীরবে আঁধার উস্কে দিয়ে যায় হৃদয়ে যত শূন্যতা।
পতেঙ্গা, চট্টগ্রাম
২০ জুলাই, ২০১৯ ইং।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।