টানা-পোড়ন
- ফয়েজ উল্লাহ রবি

আগের যতো কথা ছিলো
ছিলো যতো ভুল
দু'জনারই গত ভুলের
দিচ্ছি দু'জন মাসুল ।
কিছু ব্যথা তোমার ছিলো
কিছু ব্যথা আমার
মুখ ফিরিয়ে দু'জন মোরা
খাচ্ছি ব্যথার মার ।
কিছু কথা আমার ভুলে
কিছু কথা তোমার
জীবন এমন টানা-পোড়ন
এর নাম-ই তো সংসার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।