যদি তুমি একলা চলো (গীত)
- ফয়েজ উল্লাহ রবি
আমার থেকে বেশি যদি কেউ তোমায় ভালোবাসে
নির্ভয় চলে যেতে পারো থেকো না আমার আশে ।।
যতোটুকু ভালোবাসি তার চেয়ে বেশি যায় না
আমার আমি এমনই আছি অন্যতে খুঁজে পায় না ।।
চলবে জীবন এমন করেই তোমায় ভালোবেসে । ঐ
যদি তুমি হাসতে পারো সুখ নামের ঐ বন্দরে
ধরায় স্বর্গ দেবে ধরা থাকবে যে মোর অন্তরে ।।
দূরে থেকেই দেখবো তোমায় খুঁজলেই পাবে পাশে । ঐ
আগস্ট ২০১৯
ছন্দ: স্বরবৃত্ত - পর্ব বিভাজন:
পূর্ণমাত্রা-৪, অপূর্ণ মাত্রা-৩,২
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।