কিসের এই বিষণ্ণতা,
- অরুণ কারফা

কিসের এই বিষণ্ণতা,

কেনই বা মুখ ভারী,

চারিদিকে এক মুখ হেসে

ঝিলের জলে শালুক হাসে

আর নভঃ তার বুকে ভাসে

কখনো ধবল শুভ্রতা,

ঢেকে দেয় নীল শাড়ি।



কিসের এই লুকোচুরি খেলা,

কিসেরই বা ভাব আড়ি,

কালো মেঘ এই উড়ে যায়

আলো ঢেকে দেয় তমসায়

নীল ঘণ নীল কুয়াশায়

সকাল থেকে সেই সন্ধ্যা বেলা,

রঙের মেলা কাঁড়িকাঁড়ি।



মাঝে মাঝে মনে হয় এ সব নয় কি সকলি

হেঁয়ালি,

চিত্ত যে হয় কেন এই সময় এ হেন

চঞ্চলই,

বিভিন্নতা আনলেও সৌন্দর্যতা

সমাজে সহজে বোঝেনা কেউ তা

কিংবা বোঝে সে ঠিক আসল কথা

প্রকৃতিতে অসমান পায় সম্মান সে যে বড্ড

খেয়ালি,

খণ্ডিত সমাজে শ্রেণীই যে শেষ কথা কয়

কেবলি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।