শৈশব ফিরে আসে না
- এস আই তানভী

নিজেকে কোন ভাবেই
সামাল দিতে পারি না,
ইচ্ছে করছে পাগলের মতো
ভিজতে থাকি অবিরাম।

সাইকেল নিয়ে ছোট প্রাণের
বোদা শহরটা ঘুরে বেড়াই
চাতকের মতো
কাঁপতে কাঁপতে।

পাথরাজ নদীতে দৌড় দিয়ে যাই,
লাফিয়ে পড়ি প্রচন্ড স্রোতে-----
কিন্তু ---- কোন কিছুই হয় না
আমার কর্ম শ্রাবণের জলে
আমাকে ভিজতে দেয় না।

শৈশব ফিরে আসে না কখনো।
-----------------
১১/০৮/১৭ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

২৩-১১-২০১৯ ১৬:১৩ মিঃ

শৈশব ফিরে আসেনা

২১-০৯-২০১৯ ২২:০৯ মিঃ

হারানো দিনের কথা মনে পড়ে

১৩-০৯-২০১৯ ১১:২৯ মিঃ

আহা শৈশব!