এলো ত্যাগের কুরবানি
- হাসান আল মাহদী
মুসলিম ঘরে ঘরে আজ খুশির জোয়ার
এলো যে ত্যাগের কুরবানি,
নিজ আমিত্ব কে জবেহ দাও প্রভুর তরে
কুরানের ঐশী বাণী।
নয়তো এটা কোন সামাজিক রীতি
এটা যে প্রভুর ঘোষণা,
সমাজ প্রীতির আর ত্যাগের নিদর্শন
আর কোথাও পাবে না।
কিছু মুর্খ, জ্ঞান পাপী কুরবানিকে ভাবে
সামাজিক নিয়ম- নীতি,
টাকার গরম কেন দেখাও,মহান প্রভু চান
তোমাদের তাকওয়ার ভীতি।
জেনে রাখো,মহান প্রভুর কাছে কুরবানির
রক্ত, মাংস পৌছেনা,
শুধু বান্দার ইখলাস দেখেন তিনি
স্মরণ রাখিও সেই ভাবনা।
কুরবানি হল ত্যাগের অপর নাম
ভোগের সাথে তার দ্বন্দ,
আহার ভোগের জন্য যদি কুরবানি করো
নিয়্যাত টা হবে যে, বড়ই মন্দ।
অনাহারীকে আহার দাও প্রতিবেশীর খবর নাও
তবেই কুরবানি কবুল,
শুধুই যদি নিজে ভোগ করো,তবে পণ্ড হবে আমল
বলেছেন আল্লাহর রাসুল (স)।
শুধু শুধু পশু হত্যা নয়, পশুত্বকে জবেহ দাও
এটাই ইসলামের দাওয়াত,
নিজের অহংকার চূর্ণ করে তবেই হবে তুমি
আশরাফুল মাখলুকাত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।