বন্ধুর নবাগত পুত্রের জন্য
- এস আই তানভী

আলহামদুলিল্লাহ।
খবর পেলুম- বন্ধু মশিউর রহমান
গতকাল-
তার ঘরে এসেছে এক পুত্র সন্তান।
"মা" হয়েছে বন্ধু-পত্নী নিশাত রহমান
কোলে পেয়েছে ঐ দূরাকাশের চাঁন।
ফেস বুকে দেখলাম- লাগলো অনেক ভালো
নতুন অতিথি ঘরখানায় ঝড়াচ্ছে অনেক আলো।

তার জন্য দোয়া করি- এই জগত সংসারে,
জীবন যেন ধন্য হয় তার মানুষের তরে।
অসহায়ের তরে থাকে যেন মম সান্ত্বনার গান
নিষ্ঠুরের তরে থাকে যেন কণ্ঠে প্রবল শান।
তার কর্মে বিশ্ব থেকে দূর হবে সব অন্যায়
তার বিদায়ে অশ্রুজলে পৃথিবী ভাসবে বন্যায়।
-------------------
১৪/০৮/১৭ইং।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।