অজানা...
- ফয়েজ উল্লাহ রবি

স্বপ্ন দিয়ে মনে আমার ভাঙ্গলে সুখের ঘর
মরীচিকা জীবন এখন সবার আমার পর ।
পর কে করে আপন আমি আপন করালাম পর
ঘর ছাড়িয়া পথে নেমে পথকে করে ঘর ।
সুখের আশায় বেঁধে বাসা 'তুচ্ছ ভালোবাসা
আপন ছিলো যারা এখন হয়না কাছে আসা ।
ভাঙা-গড়া সাগর-নদী এইতো জীবন খেলা
সুখের খুঁজে কাটে জনম অথৈ জলে ভেলা ।
পাড় খুঁজে তার নদীর কিনার খুঁজে ঠিকানা
দুঃখ দেখে সবাই তবে সুখ যেনো অজানা ।

৩০ শ্রাবণ ১৪২৬, ১৫ আগস্ট ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।