ভালোবাসা
- এস আই তানভী
ভালোবাসা মাপা যায়া না
ভালোবাসা বাধা মানে না
ভালোবাসা জাত বুঝে না
ভালোবাসা অভাব দেখে না
ভালোবাসা পিছু টান শোনে না
ভালোবাসা একাই কাঁদে
ভালোবাসা একাই হাসে----
তাই বুঝি ভালো বসে ফেলেছি
সব কিছু পিছে রেখে দিয়েছি।
--------------
১৩/০৮/১৮ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।