খুশির ঈদ কোরবান
- ফয়েজ উল্লাহ রবি
ঈদে ঘরে ফেরার লোক দিচ্ছে যে কেউ মই ভাড়া
খুশির ভাগে ভাগ বসাতে বাড়ী ফেরার তাড়া !
বনের পশু জবাই দিয়ে করছো তুমি বাহাদুরি,
মনের পশু বেঁচে থাকে করো তুমি সিনাজুরি!
কোরবান এলেই পশু প্রেমে উতলে উঠে যারা,
প্রাণী হত্যা সবাই করে! গোপন থাকে তারা ।
তোমার বিশ্বাস দোষ খুঁজিনা তুমি খোঁজ শুধু,
আমার ইচ্ছে আমি সাজাই তুমি দেখাও যাদু!
পশু প্রেমিক আছো তুমি আমারও প্রেম কম নয়,
তুমি-আমি খাচ্ছি প্রাণী তোমার কিন্তু ভুল নয় !
ঈদ ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।